Header Ads Widget

Electrical Installation Planning and Estimating pdf

 অধ্যায়

পরিমাপ বই লিখন,মূল্য তালিকা ও  শ্রমহার তফসিলের ধারণা

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ---

১। MB বলতে কী বুঝায়? অথবা,মেজারমেন্ট বুক (MB) এর কাজ কী? অথবা, এমবি (MB) কী?

অথবা, পরিমাপ বই (Measurement Book) কী?

উত্তরঃ MB হলো  Measurement Book বা পরিমাপ বই,যাতে কাজের পরিমাপ সংরক্ষণ করা হয়।

২। পরিমাপ বইয়ে কত ধরণের পরিমাপ লিপিবদ্ধ করা যায়?

উত্তরঃ কাজের পরিমাপ ও মালামালের পরিমাপ লিপিবদ্ধ করা যায়।

৩। শ্রমঘন্টা পদ্ধতি বলতে কী বুঝায়?

উত্তরঃ যে পদ্ধতিতে হিসাব করতে হলে বিভিন্ন গ্রেড ও ট্রেডের কোন ক্যাটাগরির জনবলের কত সময় লাগবে এবং তার সাপেক্ষে ক্যাটারিভেদে কত খরচ হবে তা হিসাব করে সবগুলো ক্যাটাগরির খরচ যোগ করে মোট ব্যয় নির্ধারণ করা হয় তাকে শ্রমঘন্টা পদ্ধতি বলে।

৪। MB সংরক্ষণের প্রাথমিক দায়িত্ব কার?

উত্তরঃ দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলীর।

৫। বিভাগীয় প্রকৌশলী MB-তে লিপিবদ্ধ কাজের নূন্যতম কত ভাগ চেক করবেন?

উত্তরঃ বিভাগীয় প্রকৌশলী অন্তত ১০% কাজ চেক করবেন।

৬। পরিমাপ বইয়ে কোনো ফাঁকা জায়গা থাকলে কী ব্যবস্থা গ্রহণ করা হয়?

উত্তরঃ উক্ত পৃষ্ঠা বা স্থান দাগ দিয়ে বাতিল করতে হবে এবং সত্যায়িত করতে হবে।

৭।  পরিমাপ বহি (MB)-তে কী কী বিষয় লিপিবদ্ধ করা হয়?

অথবা, (MB)- তে কী কী বিষয় লিপিবদ্ধ থাকে?

উত্তরঃ পরিমাপ বহিতে নিম্নলিখিত বিষয়সমূহ লিপিবদ্ধ করা হয়ঃ-

1) কাজের প্র্রকৃত পরিমাপ,2)মালামালের পরিমাপ,3)মালামাল গ্রহণ এবং বিতরণের সকল তথ্য।

৮। মূল তালিকা কী?

উত্তরঃ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত পণ্যসামগ্রীর মূল্যের তালিকাকে মূল্য তালিকা বলে।

৯। মজুরি নির্ধারণের পদ্ধতিগুলো কী কী?

উত্তরঃ মজুরি নির্ধারণের পদ্ধতি দুটি,যথা-1) শ্রম ঘন্টা পদ্ধতি ও 2) ডলার পদ্ধতি।

১০। শ্রমহার হিসাবের প্রধান বিবেচ্য বিষয়গুলো কী?

অথবা,শ্রমহার নির্ধারণে প্রধান প্রধান বিবেচ্য বিষয়গুলো কী কী?

উত্তরঃ শ্রমহার হিসাব করার প্রধান বিবেচ্য বিষয়গুলো নিম্নরূপ-(ক) স্থাপনার প্রকার,(খ) কাজের অবস্থা,(গ) শ্রম বাজার।

১১। কী কী পদ্ধতিতে শ্রমহার হিসাব করা যায়? অথবা,শ্রম ব্যয় নিরূপণের পদ্ধতিগুলোর নাম লেখ।

অথবা, শ্রমহার হিসেব করার পদ্ধতিগুলোর নাম লেখ। অথবা, ইলেকট্রিক্যাল কাজে শ্রমহার নির্ধারণে পদ্ধতিগুলো কী কী?

উত্তরঃ (ক) পয়েন্ট পদ্ধতি (খ) সামগ্রীর মূল্য বিবেচনা পদ্ধতি (গ) শ্রম-ঘন্টা পদ্ধতি (ঘ) রানিং মিটার পদ্ধতি।

১২। শ্রমহার তফশিল কী?

উত্তরঃ সরকারি বা ILO-এর কোনো প্রতিষ্ঠান কর্তৃক তালিকাভুক্ত শ্রমহারকে শ্রমহার তফশিল বলে।

১৩। লেবার চার্জ কী?

উত্তরঃ অনুচ্ছেদ ৪.১ দ্রষ্টব্য।

১৪। ক্যাটালগ ও মূল্য তালিকার মধ্যে প্রধান পার্থক্য কী?

উত্তরঃ মূল্য তালিকায় পণ্যের বিবরণসহ প্রতি এককের মূল্য লেখা থাকে, আর ক্যাটালগে পণ্যের বিবরণ থাকে মূল্য  থাকে না।

১৫। পয়েন্ট মেথডে এস্টিমেটিং বলতে কী বুঝায়?

উত্তরঃ যে পদ্ধতিতে কোনো স্থাপনার  বৈদ্যুতিক পয়েন্টসমূহের মোট সংখ্যা নির্ণয় করে প্রতি পয়েন্টের শ্রমহারের সাথে মোট পয়েন্ট সংখ্যা গুণ করে মোট পারিশ্রমিক নির্ধারণ করা হয়,তাকে পয়েন্ট মেথডে এস্টিমেটিং বলা হয়।

১৬।

উত্তরঃ

১৭।

উত্তরঃ

১৮।

উত্তরঃ

১৯।

উত্তরঃ

২০।

উত্তরঃ