Header Ads Widget

 HP, KV, KW, KVA এইগুলো কি বা এর ফুল-ফর্ম কি? এগুলো কোথায় কোথায় কি কাজে ব্যবহার করা হয়!এদের মধ্যে পার্থক্য কি? আপনি যদি কোন মোটরের নেইম-প্লেট দেখেছেন সেখানে HP লেখা থাকে। এবং হাই ভোল্টেজ লাইনে KV লেখা থাকে এবং ইলেকট্রিক্যাল  যন্ত্রের মধ্যে হিটার, কুলার ইত্যাদি ইত্যাদি  KW দেওয়া থাকে। এবং জেনারেটর, ট্রান্সফরমার এর মধ্যে KVA লেখা থাকে। আসলে এগুলো কি আমরা অনেকই তা জানি না!তাই এ-ই বিষয় নিয়ে আলোচনা করা হবে। 

HP= Horse Power 

KV= kilo Volt

KW= kilo watt 

KVA= kilo volt ampere

প্রথমে আসি কেবি নিয়ে, কেবি হচ্ছে কিলোভোল্ট, আপনি যত কেবি দেখবেন তত হাজার ভোল্ট। উদাহরণ হিসাবে ১১কেভি এর মানে ১১হাজার ভোল্ট। এখানে কে দ্বারা হাজার বুঝানো হয়েছে। 

Hp এর মানে হর্স পাওয়ার, আমরা ইলেকট্রিক্যল ইঞ্জিনিয়ারিং বই পড়েছি এক হর্স পাওয়ার মানে ৭৪৬ ওয়াট

এখানে প্রশ্ন হলো সরাসরি ৭৪৬ না লিখে, 1HP লেখা হয় কেন? বন্ধুরা এখানে দেখেন এইচপি লেখাটা যে সকল ইলেকট্রিক্যাল যন্ত্র মধ্যে লেখা হয়,যে সকল ইলেকট্রিক্যাল যন্ত্র ইলেকট্রিক্যাল শক্তিকে মেকানিকাল শক্তিতে রুপান্তর করে। আর ম্যাকানিকাল শক্তির একক হলো হর্স,তাই এইচপি লেখা হয়। কখনো যদি এইচপি থেকে ওয়াট বের করতে হয় তাহলে এইচপির ৭৪৬ কে গুন করে দেব। উদাহরণ হিসাবে একটা মোটর ১৫এইচপি হয় তাহলে তার সাথে ৭৪৬ গুন করতে হবে যেমন,  ১৫*৭৪৬=১১১৯০ওয়াট হবে।

kw কিলোওয়াট এখানে k=হাজার w= ওয়াট

সাধারণত বাসাবাড়িতে ইলেকট্রিক্যাল যন্ত্র যেমন লাইট,ফেন, টিভি, এগুলো চালানো হয় এটির ১০০-২০০ওয়াটের মধ্যে হয়।তাই এদের মধ্যে ওয়াট উল্লেখ থাকে। কিন্তু যেগুলো বারি যন্ত্র সেগুলোর মধ্যে kw লেখা থাকে যেমন এসি, হিটার, কুলার ইত্যাদি কিলোওয়াটকে কখনো ওয়াটা রুপান্তর করতে হলে এর সাথে ১ হাজার গুন করে দিলি হবে। যেমন, 

এসি 2kw= 2*1000=2000watt

হিটার1kw=1*1000=1000watt

KVA এই এককটি শুধুমাত্র সেই সব ইলেকট্রিক্যাল যন্ত্রের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, যেসব যন্ত্র ইলেকট্রিক্যাল শক্তি গ্রহণ করে এবং ইলেকট্রিক্যাল শক্তি প্রদান করে। যেমন, 

ট্রান্সফরমার, এমসিবি, ট্রেবলেজার বা ম্যাকানিকাল শক্তিকে ইলেকট্রিক্যাল শক্তিতে রুপান্তর করে। যেমন জেনারেটর, টাব্রেটর।

এখন প্রশ্ন হলো এগুলির মোট পাওয়ারকে kva দ্বারা কেন প্রকাশ করা হয়। ওয়াট বা কিলোওয়াট দ্বারা কেন প্রকাশ করা হয় না!

দেখুন যেকোনো যন্ত্রের কিলোওয়াট বা ওয়াট বের করতে যে সূত্র ব্যবহার করা হয় তা হলো, 

W=V*A*Pf এখানে পাওয়ার ফেক্টরের মান নির্দিষ্ট যন্ত্রের নেইম-প্লেট এ দেওয়া থাকে। সেই মানের সাহায্য নিয়ে ওয়াট বের করা হয়। এই পাওয়ার-ফেক্টরের মান ভিন্ন ভিন্ন যন্ত্রের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়। ট্রান্সফরমার এর ক্ষেত্রে ভিন্ন, ট্রান্সফরমার যেহেতু বিদ্যুৎ গ্রহণ করে প্রধান করে কোন খরচ নেই, তাই যন্ত্রের পাওয়ার-ফেক্টর আর ট্রান্সফরমার এর পাওয়ারফেক্টর সমান হবে। তাই সাপ্লাই এর পাওয়ার ফেক্টর লোড পাওয়ার ফেক্টরের সমান। তাই আপনি চাইলে লোডের পাওয়ারফেক্টরের মানের সাহায্যে kVA কে Kw তে পরিবর্তন এবং KW~KVA পরিবর্তন করতে পারবেন। কিভাবে করা যায় আমি দেখিয়ে দিচ্ছি। মনে করি একটা ট্রান্সফরমার এর মান ২০কেবিএ এর সাথে ২০kw একটা সিঙ্গেল পেইজ মটর কানেক্ট দেওয়া হয়েছে। এখনও দেখাবো কিভাবে ২০kva কে কিলোওয়াটে রুপান্তর করা যায় এবং ২০kw কে কিভাবে kva তে রুপান্তর করা যায়।

kw=kva*pf=20*.8=16kw

Kva=kw/pf=20/.8=25kva