- Single phase থেকে V এ নেওয়ার সূত্র:-
ভোল্ট ( V ) এ ( I = Current ) কে ( P = Power ) দ্বারা ভাগ করতে হবে ।
V = P / I
একটি বাড়িতে 2000W ( ওয়াট )এর একটি হিটার আছে এবং সেটি 8A (অ্যাম্পিয়ার ) কারেন্ট খরচ করে তার ভোল্টেজ (V) কত ?
আমরা জানি,
V = P / I
= 2000W / 8A
= 250V
ভোল্ট ( V ) এ ( I = Current ) এবং ( R = Resistance ) দ্বারা গুণ করতে হবে ।
Resistance এর একক ohms (Ω)
V = I × R
একটি বাড়িতে 8A (অ্যাম্পিয়ার ) এর একটি হিটার আছে এবং এর রোধ 20Ω তার ভোল্টেজ (V) কত ?
আমরা জানি,
V = I × R
= 8A × 20Ω
= 160V