Header Ads Widget

Electrical Engineering.ইলেকট্রিক্যাল-ইঞ্জিনিয়ার

একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যে প্রশ্নের উত্তরগুলো জানা অতীব জরুরিঃ

১। সুইচ বোর্ড এর অবস্থান ভূমি হতে কত উপরে হওয়া উচিত ?
উঃ 1.2 হতে 1.5 মিটার অথবা 4 থেকে 5 ফুট ।
২। পাওয়ার সাব সার্কিটে সর্বোচ্চ কত ওয়াট লোড থাকতে পারে ?
উঃ ৩০০০ ওয়াট
৩। মেগারের সাহায্যে সর্বনিম্ন কত রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় ?
উঃ ৫০০ কিলো ওহম।
৪। পাওয়ার লোড এ ব্যবহৃত ক্যাবল এর সর্বনিম্ন সাইজ কত ?
উঃ ৩/২০
৫। তার বা ক্যাবলের ইনসুলেশন গ্রেড কিসের উপর নির্ভর করে ?
উঃ এদের ভোল্টেজ বহন ক্ষমতার উপর।
৬| একাধিক খেই বিশিষ্ট তারে কি জয়েন্ট করা হয়?
উঃ সিম্পল স্প্লাইস।
৭। সাব-স্টেশনে আর্থিং রেজিস্ট্যান্স কত হওয়া উচিত ?
উঃ সর্বোচ্চ ১ ওহম এর বেশি হওয়া উচিত নয় ।
৮। কোন ট্রান্সফরমারের কেবলমাত্র একটি কোয়েল থাকে ?
উঃ অটো ট্রান্সফর্মার।
ইন্টারভিউ মোকাবেলা করতে আমার লিখা ই-বুকগুলো নিতে পারেনঃ
১৷ স্থাপনার লোড কত হ‌লে থ্রি ফেজ লাইন ব্যবহার কর‌তে হয় ?
উত্তরঃ 7.5 kW এর বেশি
২৷ স্থাপনার লোড সর্ব‌োচ্চ কত পর্যন্ত সিঙ্গেল ফেজ লাইন ব্যবহার কর‌তে হয় ?
উত্তরঃ সর্বোচ্চ 7.5kw পর্যন্ত
৪৷ সা‌র্ভিস লাই‌নের তা‌রের সর্ব‌নিম্ন সাইজ কত ?
উত্তরঃ 10 rm
৫৷ প্রধান আ‌র্থের তা‌রের সাইজ কত হওয়া উ‌চিত?
উত্তরঃ 50 percent of power cable
৬৷ কন্ডুইড ওয়্যা‌রিং কত প্রকার?

উত্তরঃ ২ প্রকার।