বাংলাদেশ কারিগরি
শিক্ষা বোর্ড,ঢাকা
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং
৪র্থ পর্ব সমাপনী পরীক্ষা-২০২০
টেকনোলজিঃসকল টেকনোলজি (ফুটওয়্যার ব্যতীত) ২০১৬ প্রবিধান
বিষয়ঃ বিজনেস অর্গানাইজেশন কমিউনিকেশন
(বিষয়ঃকোড ৬৫৮৪১)
সময় ২ ঘন্টা পূর্ণমান ৬০
যে কোন বিভাগ হতে মিলিয়ে পূর্ণমানের ৫০% নম্বরের উত্তর দাও (গ-বিভাগ হতে সর্বচ্চো ৫টি প্রশ্নেরউত্তর দেয়া যাবে )
ক-বিভাগ (মান: ১*১০=১০)
১। কারবার সংগঠন কাকে বলে? উত্তর সংকেত: অনুশীলনী-১ এর অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ১০ নং দ্রস্টব্য)
২। শেয়ার-এর সংজ্ঞা দাও। উত্তর সংকেত: অনুশীলনী-২ এর অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ৪২ নং দ্রস্টব্য)
৩। বাণিজ্যিক ব্যাংক কাকে বলে? উত্তর সংকেত: অনুশীলনী-৩ এর অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ৮ নং দ্রস্টব্য)
৪। প্রত্যয়ন পত্র কি? উত্তর সংকেত: অনুশীলনী-৪ এর অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ২৫ নং দ্রস্টব্য)
৫। ফটকা ক্রয়নীতি কাকে বলে? উত্তর সংকেত: অনুশীলনী-৪ এর অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ২১ নং দ্রস্টব্য)
৬। কারিগরি রিপোর্ট কাকে বলে? উত্তর সংকেত: অনুশীলনী-৯ এর অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ৭ নং দ্রস্টব্য)
৭। ফলাবর্তন কাকে বলে? উত্তর সংকেত: অনুশীলনী-৬ এর অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ৫ নং দ্রস্টব্য)
৮। অফিস কি? উত্তর সংকেত: অনুশীলনী-১০ এর অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ১ নং দ্রস্টব্য)
৯। সূচিকরণ কাকে বলে? উত্তর সংকেত: অনুশীলনী-১০ এর অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ৬ নং দ্রস্টব্য)
১০। পাবলিক লিমিটেড কোম্পানি কাকে বলে? উত্তর সংকেত: অনুশীলনী-২ এর অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ২৪ নং দ্রস্টব্য)
খ-বিভাগ (মান: ২*১০=২০)
১১। অংশীদারি কারবারের অপরিহার্য উপাদান গুলো কি কি? উত্তর সংকেত: অনুশীলনী-২ এর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ৩০ নং দ্রস্টব্য)
১২। বাংলাদেশ ব্যাংককে ঋণের সর্বশেষ আশ্রয়স্থল বলা হয় কেন? উত্তর সংকেত: অনুশীলনী-৩ এর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ২৬ নং দ্রস্টব্য)
১৩। বিনিময় বিলের বৈশিষ্ট্য গুলো কি কি? উত্তর সংকেত: অনুশীলনী-৩ এর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ২৮ নং দ্রস্টব্য)
১৪। সরকারি পত্র ও আধাসরকারি পত্রের মঝে পার্থক্য কি? উত্তর সংকেত: অনুশীলনী-১১ এর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ২৬ নং দ্রস্টব্য)
১৫। সমবায় সমিতি নিবন্ধন করতে কি কি শর্ত পূরণ করতে হয়? উত্তর সংকেত: অনুশীলনী-২ এর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ২০ নং দ্রস্টব্য)
১৬। যৌথ মূলধনী কারবার কীভাবে গঠিত হয়? উত্তর সংকেত: অনুশীলনী-২ এর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ১৫ নং দ্রস্টব্য)
১৭। উত্তম যোগাযোগের জন্য উপযুক্ত সময় নির্ধারণ অপরিহার্য কেন? উত্তর সংকেত:অনুশীলনী-৮ এর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ২০ নং দ্রস্টব্য)
১৮। পাইকারি ব্যবসায় ও খুচরা ব্যবসায়ের মধ্যে পার্থক্য নির্ণয় কর? উত্তর সংকেত:অনুশীলনী-৪ এর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ৪ নং দ্রস্টব্য)
১৯। এটিএম (ATM) বলতে কি বুঝায়? উত্তর সংকেত: অনুশীলনী-৩ এর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ২২ নং দ্রস্টব্য)
২০। বিনিময় বিল ও চেকের মাঝে পার্থক্যগুলো কি কি? উত্তর সংকেত: অনুশীলনী-৩ এর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ৩০ নং দ্রস্টব্য)
গ-বিভাগ (মান: ৬*৫=৩০)
২১। কারবার সংগঠনের কার্যাবলী আলোচনা কর। উত্তর সংকেত: অনুশীলনী-১ এর রচনামূলক প্রশ্নাবলি ৭ নং দ্রস্টব্য)
২২। এক-মালিকানা কারবারের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর? উত্তর সংকেত: অনুশীলনী-২ এর রচনামূলক প্রশ্নাবলি ১ নং দ্রস্টব্য)
২৩। চেকের প্রকারভেদ আলোচনা কর? উত্তর সংকেত: অনুশীলনী-৩ এর রচনামূলক প্রশ্নাবলি ১৭ নং দ্রস্টব্য)
২৪। উত্তম যোগাযোগের অপরিহার্য শর্ত গুলি আলোচনা কর? উত্তর সংকেত: অনুশীলনী-৮ এর রচনামূলক প্রশ্নাবলি ১ নং দ্রস্টব্য)
২৫। একটি আধুনিক অফিসের কার্যাবলী আলোচনা কর? উত্তর সংকেত: অনুশীলনী-১০ এর রচনামূলক প্রশ্নাবলি ৩ নং দ্রস্টব্য)
২৬। প্রতিবেদনের বিভিন্ন অংশগুলো বর্ণনা কর? উত্তর সংকেত: অনুশীলনী-৯ এর রচনামূলক প্রশ্নাবলি ৩ নং দ্রস্টব্য)