Header Ads Widget

Electrical Installation Planning and Estimating pdf

 

বৈদ্যুতিক স্থাপনার ধারণা অনুধাবন


অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর




বৈদ্যুতিক স্থাপনা বলতে কী বোঝায়? অথবা ইলেকট্রিক্যাল ইনস্ট্রলেশন বলতে কি বুঝায়? 
উত্তরঃ বৈদ্যুতিক শক্তির সুষ্টু ব্যবহারের জন্য বিদ্যুৎ উৎপাদন, পরিবহন, বিতরণ, নিয়ম তান্ত্রিক ভাবে বিদ্যুতায়ন ইত্যাদির জন্য প্রয়োজনীয় সাজসরঞ্জাম ও যন্ত্রপাতির সজ্জিত অবস্থানকে বৈদ্যুতিক স্থাপনা/ইলেকট্রিক্যাল ইনস্ট্রলেশন বলে।


বৈদ্যুতিক স্থাপনা ও তার পরিকল্পনা বলতে কি বুঝায়? অথবা বৈদ্যুতিক স্থাপনা পরিকল্পনা বলতে কি বুঝায়? 
 উত্তরঃ বৈদ্যুতিক স্থাপনাঃ বৈদ্যুতিক শক্তির সুষ্টু ব্যবহারের জন্য বিদ্যুৎ উৎপাদন, পরিবহন, বিতরণ, নিয়মতান্ত্রিকভাবে বিদ্যুতায়ন ইত্যাদির জন্য প্রয়োজনীয় সাজসরঞ্জাম ও যন্ত্রপাতির সজ্জিত অবস্থানকে বৈদ্যুতিক স্থাপনা বলে। পরিকল্পনাঃ পরিকল্পনা হলো উক্ত স্থাপনা বাস্তবায়ন করার জন্য একটি নকশা বা ডায়াগ্রাম,যার সাহায্যে জেনারেটর, ট্রান্সফর্মার পরিবাহীর সাইজ, পোলসাইজ, সার্কিট ব্রেকার ফিউজ ইতাদির সাইজ/রেটিং ও সংখ্যা,তাদের অবস্থান উল্লেখ করাই হলো পরিকল্পনা।


বৈদ্যুতিক স্থাপনা কয় প্রকার ও কি কি? 
 উত্তরঃ সকল বৈদ্যুতিক স্থপনাকে প্রধানত ৩ শ্রেণীতে ভাগ করা যায়। (ক) অভ্যন্তরীণ বৈদ্যুতিক স্থাপনা (খ) অনাভ্যন্তরীণ স্থাপনা (গ) অস্থায়ী বৈদ্যুতিক স্থাপনা


অভ্যন্তরীণ বৈদ্যুতিক স্থাপনার কয়েকটি উদাহরণ দাও । 
 উত্তরঃ বাড়িঘর, স্কুলকলেজ, কলকারখানা, অফিস-আদালত ইত্যাদির ওয়্যারিং।


অনাভ্যন্তরীণ বৈদ্যুতিক স্থাপনার কয়েকটি উদাহরণ দাও। 
 উত্তরঃ বিদ্যুৎ উপকেন্দ্র, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইন,ইয়ার্ড লাইটিং,রোড লাইটিং ইত্যাদি অনাভ্যন্তরীণ বৈদ্যুতিক স্থাপনা।
অস্থায়ী বৈদ্যুতিক স্থাপনার চারটি উদাহরণ দাও। উত্তরঃ মেলা, প্রদর্শনী, সভা-সমাবেশ, উৎসব উৎসবের প্যান্ডেল বা এলাকা, শিপব্রেকিং ইয়ার্ড প্রভৃতির জন্য বিদ্যুতায়ন ব্যবস্থা অস্থায়ী বৈদ্যুতিক স্থাপনা হিসেবে বিবেচিত।


অস্থায়ী বৈদ্যুতিক স্থাপনা কাকে বলে? অথবা অস্থায়ী বৈদ্যুতিক স্থাপনা বলতে কী বোঝায়? 
 উত্তরঃ স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ ব্যবহারের লক্ষ্যে সমপূর্ণ অস্থায়ী ভিত্তিতে যে বিদ্যুতায়নের ব্যবস্থা করা হয়, তাকে অস্থায়ী বৈদ্যুতিক স্থাপনা বলে।


স্থায়ী বৈদ্যুতিক স্থাপনা বলতে কি বুঝায়? 
 উত্তরঃ দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ ব্যবহারের লক্ষ্যে স্থায়ী ভিত্তিতে যে বিদ্যুতায়ন ব্যবস্থা করা হয় তাকে, স্থায়ী বৈদ্যুতিক স্থাপনা বলে


বাংলাদেশের প্রাইমারি ও সেকেন্ডারি ট্রান্সমিশন ভোল্টেজ কত? 
 উত্তরঃ প্রাইমারি ট্রান্সমিশন ভোল্টেজ 400 kv, 230kv, 132kv,66kv এবং সেকেন্ডারী ট্রান্সমিশন Voltage 33kv.


বাংলাদেশের প্রাইমারি ও সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন Voltage কত? 
 উত্তরঃ প্রাইমারি ডিসট্রিবিউশন Voltage-11kv এবং সেকেন্ডারী ডিসট্রিবিউশন Voltage-0.4kv.


বাংলাদেশের সর্বোচ্চ উৎপাদন Voltage কত? 
 উত্তরঃ বাংলাদেশের সর্বোচ্চ উৎপাদন Voltage-11kv.


বাংলাদেশের সাপ্লাই ফ্রিকোয়েন্সি কত? 
 উত্তরঃ বাংলাদেশের সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50Hz বা c/s.