একদিন এক ভাইয়ের অফিসের বস বলল, পি এফ আই এর kVAR হবে মোট লোড বা জেনারেটরের রিয়েল পাওয়ারের ৬০%। কিন্তু কেন এই ৬০% বিবেচনা করা হবে? কেন ২০%, ৩০% কিংবা ৫০% না?
চলুন আমরা একটি গাণিতিক হিসেব দেখে আসি। আপনার কোম্পানির বর্তমান রানিং পাওয়ার ফ্যাক্টর হল 0.8। আমরা জানি, পাওয়ার ফ্যাক্টর হল ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণের কোসাইন মান।
উপরোক্ত সংজ্ঞা থেকে বলা যায়,
Cosθ1 = 0.8
বা, θ1 = Cos-1 (0.8)
বা, θ1 = 36.9°
এবার, আপনার টার্গেট হল আপনি এই পাওয়ার ফ্যাক্টরকে 0.99 এ উন্নীত করবেন। তাহলে উপরের হিসেব অনুসারে,
Cosθ2 = 0.99
বা, θ2 = 8°
এখন,
kVAR(Q) = P (tanθ1 - tanθ2)
বা, kVAR(Q) = P (tan36.9° - tan8°)
বা, kVAR(Q) = P x (0.75 - 0.15)
বা, kVAR(Q) = P x 0.60
বা, kVAR(Q) = P x 60%
এবার দরকার পি এফ আই ওয়্যারিং ডায়াগ্রাম যা সহজেই ইন্ডাস্ট্রিতে পি এফ আই ওয়্যারিং করতে সাহায্য করবে।