৭ নং প্রশ্নঃ- সোল্ডারে ব্যবহৃত সিসা ও টিনের অনুপাত কত ?
উত্তরঃ- সোল্ডারে ব্যবহৃত সিসা ও টিনের অনুপাত ৪০ঃ৬০ ।
৮ নং প্রশ্নঃ-সোল্ডারিং বলতে কি বুঝায় অথবা সোল্ডারিং কাকে বলে ?
উত্তরঃ- সোল্ডারিং শব্দের অভিধানিক অর্থ ঝালাই করা । দুই বা ততোদিক পরিবাহী পদার্থ
বা ধাতব পদার্থকে উত্তপ্ত সোল্ডারিং আয়রন এর সাহায্যে সোল্ডার গলিয়ে সংযোগ করার পদ্ধতিকে সোল্ডারিং বলে।
৯ নং প্রশ্নঃ- কালার কোড কী অথবা কালার কোড কাকে বলে ?
উত্তরঃ- রেজিস্টরের গায়ের রং দেখে রেজিস্টরের মান নির্ণয় করার পদ্ধতিকে কালার কোড বলে।
১০ নং প্রশ্নঃ- ইলেকট্রনিক ডিভাইস কাকে বলে ?
উত্তরঃ- য়ে সমস্ত ডিভাইসে কোন ভ্যাকুয়াম গ্যাস বা সেমিকন্ডাক্টর এর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের ফলে সৃষ্ট কারেন্ট প্রবাহিত হয়,তাদেরকে ইলেকট্রনিক ডিভাইস বলে।
১১ নং প্রশ্নঃ-2K2 রেজিস্টরের মান কত ?
উত্তরঃ- 2K2=2.2K ওহম=2.2*1000 ওহম=2200 ওহম
১২ নং প্রশ্নঃ- AVO এর পূর্ণনাম লেখ ?
উত্তরঃ- Ampear Volt Ohm এর সংক্ষিপ্ত রুপ AVO ।