Header Ads Widget

basic electronics pdf


ইলেকট্রনিক্স এর উপাদান, পরিমাণ

 ও পরীক্ষণ যন্ত্রপাতির ধারণা


 ১৩ নং প্রশ্নঃ-অ্যামিটারকে সার্কিটে সিরিজে সংযোগ করা হয় কেন ?

অথবা অ্যামিটারকে প্যারালালে সংযোগ করা হয় না কেন ?

উত্তরঃ- অ্যামিটারের অভ্যন্তরীণ ( Internal ) রেজিস্ট্যান্স খুব কম হওয়ায়।

 ১৪ নং প্রশ্নঃ-মিটারের ক্ষেত্রে মাল্টিপ্লায়ার কী ?

উত্তরঃ- ভােল্টমিটারের রেঞ্জ বৃদ্ধি করার জন্য সিরিজে সংযুক্ত বেশি মানের রেজিস্টরকে মাল্টিপ্লায়ার (Multiplier) বলা হয়।

 ১৫ নং প্রশ্নঃ-CRO ও CRT-এর পূর্ণ অর্থ লেখ।

উত্তরঃ- CRO = Cathode Ray Oscilloscope. CRT = Cathode Ray Tube.

 ১৬ নং প্রশ্নঃ-সিগন্যাল জেনারেটরের মূল সার্কিটটির নাম কী?

উত্তরঃ- অসিলেটর (Oscillator) সার্কিট।

 ১৭ নং প্রশ্নঃ-বৈদ্যুতিক পরিমাপক যন্ত্রের কী কী বিশেষ গুণ থাকা দরকার ?

উত্তরঃ- ১। Accuracy. ২। Sensitivity, ৩। Drift, ৪। Dead zone ৫। Static Envor, ৬। Reproducibility.

 ১৮ নং প্রশ্নঃ-Avo মিটার কী? অথবা, AVO মিটার কাকে বলে?অথবা, AVOমিটার দিয়ে কী কাজ করা যায় ?

উত্তরঃ-  কারেন্ট, ভােল্টেজ, রেজিস্ট্যান্স এই তিনটি ইলেকট্রিক্যাল রাশি যে মিটারের মাধ্যমে পরিমাপ করা যায় তাকে AVO মিটার বলে।

 ১৯ নং প্রশ্নঃ- সুইপ জেনারেটর মানে কী?

উত্তরঃ-  যে জেনারেটরের মাধ্যমে টাইমবেস ভােল্টেজকে হরিজন্টাল অ্যামপ্লিফায়ারের সাহায্যে X-প্লেটে প্রয়ােগ করা হয়,তাকে সুইপ জেনারেটর বলে।