Substation |
- একটি কারখানার লোড ৫ লাখ ওয়াট।এর সাপ্লাই ভোল্টেজ ৪০০ ভোল্ট।এখন আপনাকে ট্রান্সফরমার, বাসবার, পি এফ আই, সার্কিট ব্রেকার সব কিছুর হিসাব করে একটা ডিজাইন করে দেখাতে হবে।
উত্তর: এই প্রশ্ন টা অনেক ফ্যাক্টরি তে ইন্টার্ভিউ দিতে গেলে করে।আজ তার পুরোপুরি হিসাব আর ডিজাইন তুলে ধরা হল।এই লেখা টা মনযোগ দিয়ে পড়লে আর মনে রাখলে আশা করি সাবস্টেশন এর সকল কিছু হিসাব করে নিজেই একটা সাবস্টেশন তৈরি করতে পারবেন।
৫,০০০০০ ওয়াট মানে ৫,০০০০০/
এখন কিলোওয়াট কে কেভিএ বানাতে হবে।
সোতরাং:- ৫০০/০.৮=৬২৫ KVA
আমাকে লোড এর ৫০% বেশি ট্রান্সফরমার বসাতে হবে।কারন লোড ভবিষ্যৎ এ বাড়তে পারে।কমলে সমস্যা নাই।এটা সম্পূর্ণ নির্ভর করে কাস্টমারের উপর।কাস্টমার যদি চায় সে ১০% বা ২০% ও বেশি নিতে পারে।আবার নাও নিতে পারে।বেশি হলে যে ক্ষতি হবে তার কোন মানে নেই।বরং কম নিলে ক্ষতি।এর কোন ম্যাথমেটিক্স নাই,যে কেউ আপনাকে ভুল ধরবে।
সোতরাং:- ৬২৫ × (৫০\১০০)=৩১২ KVA
=> ৬২৫ + ৩১২=৯৩৭ KVA
এই মানের তো ট্রান্সফরমার কিনতে পারবেন না কারন এই মানের ট্রান্সফরমার বানায় না।আপনি ৯৫০ অথবা ১০০০ KVA ট্রান্সফরমার কিনতে পারবেন।
আমরা ধরলাম ৯৫০ KVA ট্রান্সফরমার আমি বসাব।
মনে রাখবেন ৫০ কিলোওয়াট এর বেশি লোড হলে আপনাকে সাবস্টেশন ব্যাবহার করতে হবে।এ ক্ষেত্রে তো সাবস্টেশন ব্যাবহার করতেই হবে।
৯৫০ KVA ট্রান্সফরমার এর ইনপুট কারেন্ট এবং আউটপুট কারেন্ট এর মান আমাকে জানতে হবে। মনে রাখবেন ইনপুট সাইড হবে HT সাইড আর আউটপুট হবে LT সাইড।
ইনপুট বা HT কারেন্টের সূত্র : I = Transformer KVA / √3 × input KV
= 950 / √3 × 11 KV
= 49.92 বা 50 Amp.
এখন ট্রান্সমিশন লাইন থেকে 50 Amp এর ডাবল মানে ৫০ × ২ = ১০০ RM এর পাওয়ার ক্যাবল ব্যবহার করতে হবে। ১০০ RM এর ক্যাবল হয় না। ৯৫ RMএর ক্যবল হয়। সেই ক্ষেত্রে ৯৫ আর এম এর ক্যাবল ব্যবহার করতে হবে। এর ডাবল কেন ধরব এর কোন ব্যাখ্যা আমি আজ পর্যন্ত পাই নি। কেউ জানলে কমেন্টে বলে দিবেন প্লিজ। সবাই বলে হাই ভোল্টেজ এর জন্য নাকি বেশি বা ডাবল আর এম ক্যাবল ব্যবহার করা হয় এই HT সাইডে।
আমি গত পোস্টে বলেছিলাম KVA এর সাথে ০.০৫২ গুন করলেই HT কারেন্ট পাওয়া যায়।আর এটাও বলেছিলাম এর মানটা Constant. ৯৫০* ০.০৫২ = ৪৯.৪, দেখেন সূত্রের সাথে মিলে গেছে। এই মান টা আমি বের করছিলাম শুধুমাত্র সহযে মনে রাখার জন্য।
এখন LT সাইডে বা আউটপুট কারেন্ট বের করার সূত্র: I = Transformer KVA / √3 × output voltage KV.
= 950 / √3 × 0.400 = 1372.
আমি গত পোস্টে বলেছিলাম KVA * ১.৩৯ গুন করলে Amp এসে যায়।
৯৫০ × ১.৩৯ = ১৩২০ Amp.
দেখেন
প্রায় মিলে গেছে। কিছুটা কম আসছে। তবে খুব বেশি না। মনে রাখার সুবিধার জন্য ১.৩৯ বলেছিলাম। আপনার সুবিধা মত আপনি যা প্রয়োগ করবেন।
এই ১৩৭২ amp কারেন্টের জন্য আপনি ১০০০RM cable use করতে পারেন।১০০০ RM cable 1200 amp current লোড নিবে।তবে যদি আপনি মনে করেন পারফেক্ট রিডিং আপনি নিবেন তাহলে 400 RM এর ২ টা ক্যাবল জোড়া দিয়ে ১ টা ক্যাবল বানিয়ে আপনি LT তে পাওয়ার নিতে পারেন। 400RM এর ক্যাবলে ৭০০ amp কারেন্ট টানে। সবাই তাই করে। এতে খরচ কম পড়ে।
ট্রান্সফরমার থেকে কত আম্পিয়ার কারেন্ট বের হচ্ছে সেটা তা LT কারেন্টের সূত্র দিয়ে বের করতে পারেন অথবা এই constant value দিয়ে সহযে মনে রাখতে পারবেন।
সূত্রটা হল KVA × 1.4 = 950 × 1.4 = 13
- এখন বাসবার কিভাবে সিলেক্ট করবেন ?
= ( ৮৫ মিলিমিটার × ১০মিলিমিটার ) ×১
বাসবারের কোন হিসাব আমি কোন বই তে পাই নি।আমি জানি না এর কোন ম্যাথমেটিক্যাল হিসাব আছে কিনা।কোম্পানির লোক দের কাছ থেকে হিসাব টা পাওয়া।আপনারা ইচ্ছা করলে এই বাসবার নিজেদের মাপমত কেটে বানিয়ে নিতে পারেন।বাসবার কতটুকু বড় বা আয়তাকার তার উপর কিন্তু ডিপেন্ড করে না এটা ডিপেন্ড করে বাসবার কতটুকু মোটা তার উপর।
আমার এই ৯৫০ KVAট্রান্সফরমার এর জন্য ১১/০.৪ ট্রান্সমিশন লাইন ব্যাবহার করলেই চলবে। মানে ১১ KV ঢুকবে আর ৪২০ ভোল্টেজ বের হবে।
CT, PT গুলা সাধারণত বাজারে যা কিনতে পাওয়া যায় তাই ব্যবহার করলেই হল। শুধু CT কিনার আগে CT আম্পিয়ার এর মান টা বলে নিবেন।
- এখন আসি PFI এর হিসাব নিয়ে।
load kw তো আমরা জানি ৫০০ kw। আর লোড ট্রান্সফরমার KVA মানে সর্ব্বোচ্চ কত লোড আমি এই ট্রান্সফরমার থেকে ব্যবহার করতে পারব।আমাদের দেশে সাধারণ এই ৯৫০ KVA transformer কে ১০০০ KVA পর্যন্ত লোড দেয়। প্রায় সব Transformer এই বেশি লোড সবাই দেয়। এই জন্যই ট্রান্সফরমার বেশি পুড়ে। আপনি ইচ্ছা করলে ৯৫০ KVA পর্যন্তই লোড দিতে পারবেন।কোন সমস্যা হবে না।কিন্তু এটা ঠিক না। কিছু কম লোড দেওয়াই ভাল। এতে ট্রান্সফরমার টা বেশি দিন টিকবে। আপনি ৯৫০ KVA তে ৯০০ KVA পর্যন্ত লোড দিবেন। এটাই হিসাব করে নিবেন। মানে কিছুটা কম।এখন দাঁড়ায়
=500kw/
সূত্র: KVAR=KW(Tanθ1-T
এখানে KVAR হল PFI তে ব্যবহৃত ক্যাপাসিটর এর মান।
So, KW = 500 kw (আমাদের কারখানায় যা লোড)
θ1 = cos-1(0.56) =
θ2 = cos-1(0.95) =
so, KVAR= Kw(Tanθ1-Tanθ2)
= 500 (tan55.94-t
= 575.31 KVAR
এই মানের ক্যাপাসিটর লাগবে। ক্যাপাসিট