Header Ads Widget

industrial electronics pdf


পাওয়ার ইলেকট্রনিক্স ও পাওয়ার ডায়োড সমপর্কে ধারণা

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ--

১।পাওয়ার ইলেকট্রনিক্স কী কী অংশের সমন্বয়ে গঠিত?

উত্তরঃ পাওয়ার  ইলেকট্রনিক্স ও কন্ট্রোলের সমন্বয়ে পাওয়ার ইলেকট্রনিক্স গঠিত।

২। কন্ট্রোলের মাধ্যমে কী কী বর্ণনা করা হয়?

 উত্তরঃ কন্ট্রোলের মাধ্যমে ক্লোজ-লুপ সিস্টেমে স্টেডি স্টেট এবং ডাইনামিক বৈশিষ্ট্যকে বর্ণনা করা হয়।

৩। পাওয়ার দ্বারা কী বুঝানো হয়?

উত্তরঃ পাওয়ার দ্বারা যন্ত্রপাতির ইলেকট্রিক পাওয়ার উৎপাদন, সম্প্রচার এবং বিতরণকে বোঝানো হয়।

৪। ইলেকট্রনিক্স দ্বারা কি বুঝানো হয়?

উত্তরঃ ইলেকট্রনিক্স দ্বারা আকাঙ্ক্ষিত অবজেক্টে সিগন্যাল প্রক্রিয়াকরণের জন্য সলিড-স্টেট ডিভাইস এবং সার্কিটকে বুঝানো হয়।

৫।পাওয়ার ইলেকট্রনিক্স এর ভিত্তি কী?

উত্তরঃ পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইসের সুইচিং গতি।

৬। ফরোয়ার্ড রিকোভারি সময় কাকে বলে?

 অথবা Forward recovery time বলতে কি বুঝায়?

উত্তরঃ PN জাংশনের সমগ্র এলাকা কন্ডাক্টিভ হওয়ার পূর্বে বাস্তব ডায়োডের নির্দিষ্ট টার্ন-অন সময়ের প্রয়োজন হয়,এই সময়কে ফরোয়ার্ড রিকোভারি সময় বলে।

৭। ডায়োডকে সিরিজে সংযুক্ত করা হয় কেন?

উত্তরঃ রিভার্স ব্লোকিং ক্ষমতা বৃদ্ধির জন্য।

৮। ডায়োডকে প্যারালালে কেন ব্যবহার করা হয়?

উত্তরঃ সার্কিটে কারেন্ট বহনক্ষমতা বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়।

read also:-social science pdf

৯। পাওয়ার ইলেকট্রনিক্স কাকে বলে?

অথবা পাওয়ার ইলেকট্রনিক্স কী?

 অথবা পাওয়ার ইলেকট্রনিক্স এর সংজ্ঞা দাও।

উত্তরঃ পাওয়ার ইলেকট্রনিক্স বলতে ইলেকট্রিক পাওয়ার উৎপাদন,প্রেরণ, বন্টন রূপান্তর ও নিয়ন্ত্রণের জন্য সলিড-স্টেট ইলেকট্রনিক্সের প্রয়োগকে বোঝায়। Power,Electronics এবংcontrol এর সমন্বয়ে পাওয়ার ইলেকট্রনিক্স গঠিত। পাওয়ার ইলেক্ট্রনিক্সের কন্ট্রোল মাধ্যমের Close loop system-এ  স্টেডি-স্টেট এবং ডাযইনামিক বৈশিষ্ট্যকে বর্ণনা করা হয়।

১০। Power ডায়োড বলতে কী বুঝায়?

উত্তরঃ পাওয়ার ডায়োড একটি ক্রিস্টাল সেমিকন্ডাক্টর ডিভাইস, যা অল্টারনেটিং কারেন্টকে (AC)ডাইরেক্ট (DC) কারেন্টে রূপান্তরিত করে। এটি রেক্টিফায়ারে মতোই কাজ করে।

১১। পাওয়ার ডায়োড কত প্রকার ও কী কী?

 অথবা পাওয়ার ডায়োডের প্রকারভেদ লেখ? 

অথবা পাওয়ার সেমিকন্ডাক্টর ডায়োড কয় প্রকার ও কী কী?

উত্তরঃ পাওয়ার ডায়োড প্রধানত তিন প্রকার যথাঃ-

(ক) জেনারেল পারপাস ডায়োড।

(খ) ফাস্ট রিকোভারি ডায়োড।

(গ) স্কটকি ডায়োড।

১২। কোন ডায়োডের রিভার্স রিকোভারি সময় বেশি?

উত্তরঃ জেনারেল পারপাস ডায়োডের।

১৩। জেনারেল পারপাস ডায়োডের রিভার্স রিকোভারি সময় কত?

উত্তরঃ 25 𝛍sec. 

১৪। জেনারেল পারপাস ডায়োডের কারেন্ট এবং ভোল্টেজ রেটিং লেখ।

উত্তরঃ কারেন্ট রেটিংঃ অর্ধ অ্যাম্পিয়ার হতে কয়েকশত অ্যাম্পিয়ার পর্যন্ত।

ভোল্টেজ রেটিংঃ 50 ভোল্টে হতে 5 কিলোভোল্টে পর্যন্ত।

১৫। ফাস্ট রিকোভারি ডায়োডের রিকোভারি  সময় কত?

উত্তরঃ এই ডায়োডের রিকোভারি  সময় 5 𝛍sec. 

১৬। পাওয়ার ডায়োডের রিভার্স রিকোভারি টাইম কাকে বলে?

 অথবা রিভার্স রিকোভারি টাইম বলতে কি বুঝায়?

উত্তরঃ একটি পাওয়ার ডায়োডের মাইনোরিটি চার্জ ক্যারিয়ার বিপরীত ধর্মী চার্জ ক্যারিয়ারের সাথে নিউট্রালাইজড হতে কিছু সময় প্রয়োজন হয়, এই সময়কে রিভার্স রিকোভারি টাইম বলা হয়।

১৭। স্ট্যাটিক সুইচ কাকে বলে?

 অথবা স্ট্যাটিক সুইচ বলতে কি বুঝায়?

উত্তরঃ পাওয়ার ডিভাইসসমূহ স্ট্যাটিক অথবা কন্ডাক্টর হিসেবে কাজ করে, তাই সুইচসমূহে এসি  অথবা ডিসি  সরবরাহ করতে হবে, এই সুইচকে স্ট্যাটিক সুইচ বলে।

১৮। Active ও passive element কী?

উত্তরঃ Active element:-যে-সব element কারেন্ট প্রবাহকে নিয়ন্ত্রণ করে, সে-সব element কে Active element বলে। যেমন- ট্রানজিস্টর,SCR.

passive element:-যে-সব element কারেন্ট প্রবাহকে নিয়ন্ত্রণ করে না, সে-সব element কে  passive element বলে।যেমন-রেজিস্টর, ক্যাপাসিটর,ইন্ডাক্টর  ইত্যাদি।