**সংক্ষিপ্ত প্রশ্নোত্তর**
১ নং প্রশ্নঃ- ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরের বৈশিষ্ট্য লেখ।
উত্তরঃ- ১। এর দুইটি প্লেটের একটি পজিটিভ ও অন্যটি নেগেটিভ হিসেবে চিহ্নিত থাকে।
২। এর সাইজ ছােট হয়।।
৩। এটি পােলারাইজড ক্যাপাসিটর।।
৪। ক্যাপাসিট্যান্স 1uf - 10 uf পর্যন্ত হয়।
৫।লাে-ফ্রিকুয়েন্সি ও লাে-ভােল্টেজে ব্যবহৃত হয়
২ নং প্রশ্নঃ- ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কী কী বিষয়ের উপর নির্ভর করে।
উত্তরঃ- ১। ইলেকট্রোডগুলাের ক্ষেত্রফলের উপর।
২। ইলেকট্রোডগুলাের মধ্যে দূরত্ব বা গ্যাপ এর উপর।
৩। প্যারালাল ইলেকট্রোডের সংখ্যার উপর।
৪। ডাই ইলেকট্রিকের উপর।
৩ নং প্রশ্নঃ- ইলেকট্রোলাইটিক ও নন-ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরের মধ্যে পার্থক্য লেখ।
উত্তরঃ- ইলেকট্রোলাইটিক ও নন-ইলেকট্রোলাইটিক এর পার্থক্য নিম্নে দেওয়া হলঃ ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর--
১। এতে পজিটিভ (+vc) প্লেট বা ইলেকট্রোড এবং নেগেটিভ (-vc) ইলেকট্রোড নির্দিষ্ট করা থাকে।
২। এতে ডাই ইলেকট্রিক হিসেবে ইলেকট্রোলাইট ব্যবহৃত হয়।
৩। এর আকারে ছােট হয়ে থাকে।
৪। শুধুমাত্র ডিসি সার্কিটে ব্যবহৃত হয়ে থাকে।
সার্কিট প্রতীক |
নন-ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর--
১। এতে পজিটিভ (+vc) প্লেট বা ইলেকট্রোড এবং নেগেটিভ (-ve) ইলেকট্রোড নির্দিষ্ট করা থাকে না।
২। এতে ডাই ইলেকট্রিক হিসাবে ইলেকট্রোলাইট ছাড়া অন্য পদার্থ ব্যবহৃত হয়।
৩। তুলনামূলকভাবে আকারে বড় হয়ে থাকে।
৪। এগুলাে এসি, ডিসি উভয় ধরনের সার্কিটে ব্যবহৃত হয়ে।
সার্কিট প্রতীক |