ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ---
১। পরমাণুর স্থায়ী মূল কণিকাগুলো কী কী?
অথবা পরমাণুর মৌলিক কণিকাগুলো কী কী?
অথবা পরমাণুর নিউক্লিয়াসে কী কী কণিকা থাকে?
অথবা পরমাণুর ক্ষুদ্রতম কণিকা কী?
অথবা একটি এটমের মূল কণিকা কী কী?
উত্তরঃ পরমাণুর মৌলিক কণিকাগুলো হলো ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এবং পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে।
২। কী কী উপাদান দ্বারা একটি অ্যাটম গঠিত?
উত্তরঃ নিউক্লিয়াস এবং পরিক্রমণরত ইলেকট্রন দ্বারা।
৩। যে অ্যাটম একটি ইলেকট্রন হারায়, তাকে কী বলে?
উত্তরঃ পজিটিভ আয়ন।
৪। একটি পদার্থ, যার অণুগুলোতে একই ধরনের অ্যাটম থাকে, তাকে কী বলা হয়?
উত্তরঃ এলিমেন্ট।
read also:industrial electronics pdf