Header Ads Widget

electrical appliances pdf

 






ইলেকট্রিক অ্যাপলায়েন্সেস-এর মূলনীতি

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ---

১।হিটিং অ্যাপ্লায়েন্স কাকে বলে?

 উত্তরঃ যে সমস্ত অ্যাপ্লায়েন্স তার   নিজস্ব কার্যক্রম পরিচালনা  করে তাপ উৎপন্ন  করে তাদেরকে হিটিং অ্যাপ্লায়েন্স বলে।

২। ইলেকট্রিক  হ্যাজার্ড (Hazard) কি?

  উত্তরঃ ইলেকট্রিক্যাল ওয়ারিং  সিস্টেমের ওভারলোড থেকে এবং ব্যবহারকারীর ইলেক্ট্রিক্যাল কোড সম্বন্ধে না জানার কারণে অনুপযুক্ত ওয়ারিং করার ফলে হ্যাজার্ডের উৎপত্তি হয়

৩। ইলেকট্রিকাল অ্যাপ্লায়েন্সে ইউনিভার্সাল মোটরের একটি ব্যবহারক্ষেত্র উল্লেখ কর।

  উত্তরঃ ইলেকট্রিকাল অ্যাপ্লায়েন্সে ইউনিভার্সাল মোটরটি ইলেকট্রিক হেয়ার ড্রায়ার,ব্লেন্ডার ইত্যাদিতে ব্যবহার করা হয়।

৪। দুটি ক্লিনিং অ্যাপ্লায়েন্সের নাম লেখ?

  উত্তরঃ (ক) ওয়াশিং মেশিন

            (খ) ভ্যাকুয়াম ক্লিনার

৫। দুটি কসমেটিক কেয়ার অ্যাপ্লায়েন্সের নাম লেখ?

    উত্তরঃ (ক) হেয়ার ড্রায়ার

             (খ) ইলেকট্রিক শেভার

৬। দুটি কিচেন অ্যাপ্লায়েন্সের নাম লেখ?

 উত্তরঃ (ক)মাইক্রোওয়েভ ওভেন

            (খ) রাইস কুকার

 ৭।নাইক্রোম তার কিসের তৈরি?

 উত্তরঃ নাইক্রোম তার নিকেল, ক্রোমিয়াম এবং লোহার সমন্বয়ে তৈরি।