২০ নং প্রশ্নঃ- ইলেকট্রন গান বলতে কী বুঝায়?
উত্তরঃ- CRT-এর যে সেকশন ইলেকট্রন বিচ্ছুরণ এবং গতিদান করে তাকে ইলেকট্রন গান বলে।
২১ নং প্রশ্নঃ- CRO-তে ব্যবহৃত Probe-এর নাম লেখ।
উত্তরঃ- CRO-তে বিভিন্ন ধরনের প্রােব ব্যবহৃত হয়, যেমনঃ-
১। প্যাসিভ ভােল্টেজ প্রােব ২। অ্যাকটিভ ভােল্টেজ প্রােব। ৩। কারেন্ট প্রােব
৪। হাই-ভােল্টেজ প্রােব।
২২ নং প্রশ্নঃ- অ্যানালগ মিটারে পাঠ নেয়ার সময় ভার্টিক্যালভাবে তাকাতে হয় কেন?
উত্তরঃ- পরিমাপকৃত রাশির মান সঠিকভাবে জানার জন্য।
২৩ নং প্রশ্নঃ- ক্যাথেড-রে অসিলােস্কোপ কী কাজে ব্যবহৃত হয়?
উত্তরঃ- সিগন্যালের আকৃতি পর্যবেক্ষণ এবং এর অ্যামপ্লিচিউড এবং ফ্রিকুয়েন্সি পরিমাপে ব্যবহৃত হয়।
২৪ নং প্রশ্নঃ- Function generator কাকে বলে?
উত্তরঃ- যে জেনারেটর সাইন ওয়েভ, স্কোয়ার ওয়েভ এর টায়াংগুলাের ওয়েভ অর্থাৎ তিন ধরনের ওয়েভ জেনারেট করে তাকে ফাংশন জেনারেটর বলে। ফাংশন জেনারেটর কর্তৃক উৎপাদিত ওয়েভগুলাের মান বিভিন্ন ফ্রিকুয়েন্সিতে হতে পারে।
২৫ নং প্রশ্নঃ- কালার কোড রেজিস্টরের রেজিস্ট্যান্স পরিমাপের ক্ষেত্রে লাল রঙের টলারেন্স মান কত?
উত্তরঃ- (+-) 2%।