**সংক্ষিপ্ত প্রশ্নোত্তর**
৪ নং প্রশ্নঃ- ডাই ইলেকট্রিক কী?
উত্তরঃ- ক্যাপাসিটর এর দুইটি প্লেট এর মাঝে যে অপরিবাহী বা Insulator জাতীয় বস্তু বা পদার্থ ব্যবহৃত হয়, যার মধ্যে ইলেকট্রিক এনার্জি সঞ্চিত থাকে, তাকে ডাই ইলেকট্রিক বলে। যেমন- পেপার, মাইকা, বাতাস ইত্যাদি ডাই ইলেকট্রিক হিসেবে ব্যবহৃত হয়।
৫ নং প্রশ্নঃ- ক্যাপাসিটরের ব্যবহারের ক্ষেত্রগুলাে লেখ।
উত্তরঃ- ক্যাপাসিটরের ক্ষেত্রগুলাে নিম্নরূপ
১। ফিল্টার এর কাজে
২। টিউনিং এর কাজে
৩। ডিসিতে ডিকাপলিং এর কাজে
৪। এসি সার্কিটে কাপলিং এর কাজে
৫। সিঙ্গেল ফেজ মােটর এবং বৈদ্যুতিক পাখা চালু করার জন্য উক্ত মােটর ও পাখায় ব্যবহৃত হয়।
৬। ইলেকট্রনিক টাইমারে ক্যাপাসিটর ব্যবহৃত হয়।
৬ নং প্রশ্নঃ- একটি 5.5pF মানের ক্যাপাসিট্যান্সকে বর্তমানে কীভাবে প্রকাশ করা হয়।
উত্তরঃ- 5.5pF হলাে ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স মান লেখার পুরাতন নিয়ম বা পদ্ধতি। বর্তমানে 5p5 এভাবে মান প্রকাশ বা লেখা হয়।