Header Ads Widget

social science pdf

 

পৌরবিজ্ঞানের অর্থ, পরিধি এবং সামাজিক বিজ্ঞানের সাথে পারস্পরিক সমপর্ক *************************************************

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ---

১। পৌরবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ (Civics) শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?

উত্তরঃ পৌরবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ (Civics) শব্দটি ল্যাটিন ভাষায় Civitas ও Civis- এই শব্দ দুটি থেকে এসেছে। এই Civics বা পৌরবিজ্ঞানের কাজ হলো নাগরিকরুপে মানুষের যে আচরণ,অধিকার ও কর্তব্য তার বিষয় নিয়ে আলোচনা করা।

২। সামাজিক বিজ্ঞান কাকে বলে?

অথবা সোস্যাল সায়েন্স বলতে কী বোঝায় ?

অথবা সামাজিক বিজ্ঞান বলতে কি বুঝায়? 

অথবা সামাজিক বিজ্ঞানের সংজ্ঞা দাও?

উত্তরঃ সামাজিক বিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞান। পরীক্ষিত,প্রমাণিত, সত্য ও যথাযথ যে জ্ঞান তা নিয়ে সামাজিক বিজ্ঞান আলোচনা করে যে বিজ্ঞান মানুষ কর্তৃক সৃষ্ট সামাজিক বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা ও মূল্যায়ন করে তাকে সামাজিক বিজ্ঞান বলে

৩। সামাজিক বিজ্ঞানের উল্লেখযোগ্য বিষয়গুলো কী কী?

অথবা সোশ্যাল সাইন্সের  উল্লেখযোগ্য বিষয়গুলো কী কী?

উত্তরঃ সামাজিক বিজ্ঞানের উল্লেখযোগ্য বিষয়গুলো হলঃপৌরবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান,ধনবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও নীতিশাস্ত্র।

৪। পৌরবিজ্ঞান সম্পর্কে ই.এম হোয়াইটের সংজ্ঞা লেখ?

উত্তরঃ ই.এম হোয়াইটের প্রদত্ত সংজ্ঞাঃ পৌরবিজ্ঞান হলো জ্ঞানের সেই শাখা, যা নাগরিকতার সাথে জড়িত বিষয়ের অতীত,বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আলোচনা করে।

৫। পৌরবিজ্ঞানের আলোচনায় ধনবিজ্ঞান কীভাবে জড়িত?

উত্তরঃ পৌরবিজ্ঞানের আলোচনায় ধনবিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত।একটি ছাড়া অপরটি আলোচনা করা যায় না। 

৬। নীতিশাস্ত্র বলতে কি বুঝায়?

উত্তরঃ নীতিশাস্ত্র হলো মানুষের ন্যায় সঙ্গত আচরণ এর বিজ্ঞান।এটি মানুষের ন্যায়-অন্যায় সম্বন্ধে আলোচনা করে।নীতিশাস্ত্র এমর এক শাস্ত্র,যার কাজ মানুষের ভালো মন্দ বিচার করা।মোটকথা, কোনটা সত্য,কোনটা অসত্য, কি করা উচিত, কি করা অনুচিত মানুষকে যে শাস্ত্র এসব নীতিমালা শিক্ষা দিয়ে থাকে,তাকে নীতিশাস্ত্র বলে।

৭।(Civitas) শব্দের অর্থ কি? 

উত্তরঃ Civitas শব্দের অর্থ হল নগর-রাষ্ট্র।

৮।(Civis) শব্দের অর্থ কি? 

উত্তরঃ Civis শব্দের অর্থ হল নাগরিক।

 ৯।পৌরবিজ্ঞান কাকে বলে?

অথবা পৌরবিজ্ঞান বলতে কি বুঝায়?

উত্তরঃযে শাস্ত্র রাষ্ট্র ও এর সভ্যদের সম্বন্ধে আলোচনা করে, তাকে পৌরবিজ্ঞান বা পৌরনীতি বলে।

১০। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে?

উত্তরঃ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়-এরিস্টটলকে।

১১। (Politics) শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

উত্তরঃ Politics শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে।

১২। কোন যুগকে গণতন্ত্রের স্বর্ণযুগ বলা হয়?

উত্তরঃ আধুনিক যুগকে গণতন্ত্রের স্বর্ণযুগ বলা হয়।

১৩। রাষ্ট্রবিজ্ঞানের মৌল অধীতব্য বিষয় কী কী?

উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞানের মৌল অধীতব্য বিষয়গুলো হলোঃ- রাষ্ট্র, সরকার, সংবিধান, আইন, স্বাধীনতা ও আন্তর্জাতিক সংগঠন।

১৪। নীতিশাস্ত্র মানুষকে কি শিক্ষা দেয়?

 উত্তরঃ নীতিশাস্ত্র মানুষকে ন্যায়সঙ্গত আচরণ শিক্ষা দেয়।

১৫।পৌরবিজ্ঞানের ইংরেজি শব্দটি কী এবং কোথা হতে এর উৎপত্তি?

উত্তরঃ পৌরবিজ্ঞানের ইংরেজি শব্দটি Civics.এটি ল্যাটিন শব্দ Civitas এবং Civis হতে উৎপত্তি।

read also:-পাওয়ার ইলেকট্রনিক্স ও পাওয়ার ডায়োড সমপর্কে ধারণা