Header Ads Widget

applied mechanics


 মৌলিক বলবিদ্যা

                                অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:---

ফলিত বিজ্ঞান বা বলবিদ্যা বলতে কি বুঝায়? 
উত্তরঃ বিজ্ঞানের যে শাখায় ব্যবহার উপযোগিতা এবং মানুষের কার্য সম্পাদনের জন্য গবেষণালব্ধ কাজকে সমন্বয় সাধন করে,তাকে ফলিত বিজ্ঞান বলে।


মেকানিক্স বা বলবিদ্যা বলতে কি বুঝায়? 
উত্তরঃ পদার্থ বিজ্ঞানের যে শাখায় বস্তুর উপর প্রয়োগকৃত বল এবং এর প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়, তাকে বলবিদ্যা বলে।


স্থিতিবিদ্যা বলতে কী বুঝায়? 
 উত্তরঃ ফলিত বলবিদ্যার যে অংশে স্থিতিশীল পদার্থ বা বস্তুর উপর ক্রিয়াশীল বল এবং এর প্রভাব সম্পর্কে আলোচনা করে, তাকে স্থিতিবিদ্যা বলে।


গতিবিদ্যা বলতে কি বুঝায়? 
উত্তরঃ ফলিত বলবিদ্যার যে অংশে গতিশীল অবস্থায় পদার্থের বা বস্তুর উপর ক্রিয়াশীল বল এবং এর প্রভাব সম্পর্কে আলোচনা করে, তাকে গতিবিদ্যা বলে।


চলবিদ্যা বলতে কি বুঝায়? 
 উত্তরঃ গতিবিদ্যার যে অংশে বস্তুর উপর প্রয়োগকৃত বলের ফলে বস্তুতে গতির সঞ্চার হয়, তা নিয়ে আলোচনা করা হয়,তাকে চলবিদ্যা বলে।


সৃতিবিদ্যা বলতে কি বুঝায়? 
 উত্তরঃ গতিবিদ্যার যে অংশে কেবল মাত্র বস্তুর গতি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে সৃতিবিদ্যা বলে।


বলবিদ্যার শ্রেণিবিভাগগুলোর নাম লেখ। 
 উত্তরঃ বলবিদ্যাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে; যেমন- (ক) অনমনীয় বস্তুর বলবিদ্যা(Machanics of rigid bodies) (খ) বিকৃতযোগ্য বস্তুর বলবিদ্যা(Machanics of deformable bodies) (গ) প্রবাহীর বলবিদ্যা (Machanics of fluids)


ইঞ্জিনিয়ারিং বলবিদ্যা বলতে কি বুঝায়?
উত্তরঃ ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীগণ বিভিন্ন ধরনের কাঠামো এবং যন্ত্রপাতির প্ল্যানিং,ডিজাইন এবং নির্মাণকাজে নিয়োজিত থাকে।উক্ত কার্য সুচারুরূপে এবং দক্ষতার সাথে সম্পাদন করতে হলে বলবিদ্যার নীতিসমূহ সম্পর্কে জ্ঞান লাভ করা অবশ্য কর্তব্য। সুতরাং, বলবিদ্যার যে শাখায় প্রকৌশল কাজের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বলবিদ্যার নীতি ও সূত্রসমূহ এবং এদের প্রয়োগ কৌশল নিয়ে আলোচনা করা হয়, তাকে ইঞ্জিনিয়ারিং বলবিদ্যা বলে।


ফলিত বলবিদ্যা কত প্রকার ও কি কি? 
অথবা Applied mechanics কয় প্রকার ও কি কি? 
 উত্তরঃ ফলিত বলবিদ্যা বা ইঞ্জিনিয়ারিং বলবিদ্যা প্রধানত দুটি ভাগে বিভক্ত, যথা-(ক)স্থিতিবিদ্যা(Statics) 
(খ)গতিবিদ্যা(Dynamics)- 
 (১) চলো বিদ্যা(Kinetics) (২)সৃতিবিদ্যা সৃতিবিদ্যা(Kinematics)


বলবিদ্যার মৌলিক ধারণাসমূহ কি কি? 
 উত্তরঃ বলবিদ্যার মৌলিক ধারণাসমূহ হলো- (১)বল(Force) (২)স্পেস(Space) (৩)সময়(Time) (৪)ভর(Mass)


একক (Unit) কী? 
অথবা একক কাকে বলে? 
 উত্তরঃ বলবিদ্যার মৌলিক ধারণাসমূহ, যেমন-স্পেস, সময়, ভর এবং বল এর পরিমাণ পরিমাপই একক। অর্থাৎ আদর্শ পরিমাপের সাপেক্ষে ভৌত রাশির পরিমাপ নির্ণয়কে একক বলে।


রাশি কত প্রকার ও কি কি? 
উত্তরঃ রাশি দুই প্রকার: যেমন-(ক) মৌলিক রাশি (খ) যৌগিক রাশি


মৌলিক একক কি? 
উত্তরঃ যে সকল একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না, তাদেরকে মৌলিক একক বলে। যেমন-দৈর্ঘ্য ভর এবং সময়।


যৌগিক একক কি? 
উত্তরঃ যে সকল একক মৌলিক এককের উপর নির্ভরশীল অর্থাৎ মৌলিক এককের প্রভাবে যে এককের মান পরিবর্তন হয়, তাকে যৌগিক একক বলে। যেমন-ক্ষেত্রফল, আয়তন, বল ,কাজ, ইত্যাদি।


এসআই(S.I) একক বলতে কি বুঝায়? 
উত্তরঃ সিজিএস এবং এফপিএস পদ্ধতির অসুবিধা দূর করার জন্য ১৯৬৮ সালে বিশ্বের সকল দেশের বিজ্ঞানীগণ ফ্রান্সের প্যারিস শহরে মিলিত হয়ে সকল দেশের জন্য একটিমাত্র এককের পদ্ধতি চালু করেন।পরিমাপের এককের এ পদ্ধতিকে আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই পদ্ধতি বলে।


এককের পদ্ধতি কি? 
 উত্তরঃ যে পদ্ধতির সাহায্যে কোন কিছুর পরিমাণ নির্ণয় করা হয়, তাকে পরিমাপ বা এককের পদ্ধতি বলে।


পরিমাপ বা এককের পদ্ধতিগুলোর নাম লেখ। 
উত্তরঃ পরিমাপ বা এককের পদ্ধতিগুলো হলো- (১) মেট্রিক পদ্ধতি বা সি.জি.এস.পদ্ধতি। (২) ব্রিটিশ পদ্ধতি বা এফ.পিিএস পদ্ধতি। (৩) এম.কে.এস.পদ্ধতি। (৪) এস.আই পদ্ধতি


অভিকর্ষীয় এককের সংজ্ঞা দাও। 
উত্তরঃ যে এককের প্রকাশ করার জন্য অভিকর্ষীয় বলের প্রভাব চিন্তা করা হয়, তাকে অভিকর্ষীয় একক বলে। যেমন-বলের একক নিউটন (N)। 1N=1Kg*gm/sec2/[g=অভিকর্ষীয় ধ্রুবক ]

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:--

বল বিদ্যার মৌলিক নীতিসমূহ বর্ণনা কর। 
উত্তরঃ অনুচ্ছেদ 2 ওয়ান পয়েন্ট টু পয়েন্ট 1.2.1 নং নীতিসমূহ দ্রষ্টব্য


বল বিদ্যার মৌলিক ধারণা সমূহ বর্ণনা কর।


ফলিত বল বিদ্যার শ্রেণী বিভাগ গুলোর বর্ণনা দাও।


এসআই একক গুলো বর্ণনা কর।


এককের পদ্ধতি গুলো বর্ণনা করো বা ব্যাখ্যা কর।


বলের একক নিউটন ও কেজির মধ্যে সম্পর্ক নির্ণয় করো

রচনামূলক প্রশ্ন বলি:--

1.ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একক এর গুরুত্ব আলোচনা করো?

2.ইঞ্জিনিয়ারিং বলবিদ্যায় সূত্রপাত এবং সম্প্রসারণ ব্যাখ্যা করো?